রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট থেকে মূর্তি অপসারণের দাবি খেলাফতের

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অবিলম্বে মূর্তি অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় মাসিক নির্বাহী বৈঠক থেকে এ দাবি জানানো হয়। মূর্তি অপসারণের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্বঘোষিত আগামী ১৫ এপ্রিলের জাতীয় সমাবেশ সফল করার জন্য বৈঠকে আহ্বান জানানো হয়। সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা বদীউজ্জামান, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

বক্তারা বলেন, জঙ্গিবাদের নামে সন্ত্রাসবাদের আভাস পাওয়া যাচ্ছে। ইসলামের দোহাই দিয়ে এ জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে দেশ ও ইসলামকে ধ্বংসের দিকে ধাবিত করা হচ্ছে। সুতরাং নিরীহ আলেম-ওলামা ও তাওহিদী জনতাকে অযথা হয়রানি না করে যথাযথ পদক্ষেপের মাধ্যমে এসব কর্মকাণ্ড দমন করতে হবে।

সর্বশেষ খবর