শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নানা আয়োজনে বিদায় ১৪২৩

সাংস্কৃতিক প্রতিবেদক

নানা আয়োজনে বিদায় ১৪২৩

বঙ্গাব্দ ১৪২৩-এর শেষ সূর্য অস্তমিত হওয়ার মধ্য দিয়ে পুরনো বছরের অবসান ঘটেছে। সব জরাজীর্ণতা, গ্লানি ও না পাওয়ার বেদনাকে মহাকালের অতল গহ্বরে ভাসিয়ে আজ বঙ্গাব্দ ১৪২৪। গতকাল ছিল চৈত্রের ও বঙ্গাব্দ ১৪২৩ এর শেষ দিন। চৈত্রসংক্রান্তির মধ্য দিয়ে গতকাল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে অগ্রিম স্বাগত জানিয়েছে। নাচ, গান, আবৃত্তি, পুতুল নাট্য প্রদর্শনী, লাঠি খেলা. আলপনা অঙ্কন, নাটক, পালাগান, শাস্ত্রীয় সংগীত  ইত্যাদির আয়োজনে সাজানো ছিল বর্ষ বিদায়ের চৈত্রসংক্রান্তি। দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চ্যানেল আই ও সুরের ধারা ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্য সাজিয়ে একটানা অনুষ্ঠান করেছে। শিল্পকলা একাডেমি নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উদযাপন করে। যার মধ্যে ছিল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলা, মানিক মিয়ার চাঁপাই গম্ভীরা, জসীম পাগলা ও তার দলের পরিবেশনায় পালাগান ‘গাজী কালু চম্পাবতী’ এবং ঐতিহ্যবাহী রায় বেশে নৃত্য ও মানিকগঞ্জের মনিরের নেতৃত্বে নাগরদোলা ও বায়োস্কোপ। গ্রুপ থিয়েটার ফেডারেশান বর্ণাঢ্য আয়োজনে চৈত্রসংক্রান্তি উদযাপন করে। ১৪২৩ এর শেষ সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মুড়ি-মুড়কি বিতরণ, ওস্তাদ শাহাদত হোসেন খানের সরোদ-বাদন, পালা ‘গাজীকালু চম্পাবতী’, চাঁপাই গম্ভীরা, পুঁথি পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা লিংক আলপনা উৎসব মানিক মিয়া এভিনিউতে আলপনা উৎসব করে। উৎসবের যৌথ আয়োজক বাংলা লিংক, বার্জার পেইন্টস ও এশিয়াটিক ৩৬০। আলপনা অঙ্কনের মধ্য দিয়ে রাত ৯টায় এই উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তাদের সঙ্গে আরও প্রায় দুই শতাধিক তরুণ চিত্রশিল্পী আলপনা অঙ্কন করেন। একই সঙ্গে চট্টগ্রামের ডিসি হিল, রাজশাহীর পদ্মার পাড়, খুলনার শিববাড়ি চত্বর, বরিশালের পার্ক রোড ও ময়মনসিংহের টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয় এ আলপনা উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর