শিরোনাম
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
থানায় গুলি করে হত্যার হুমকি

ইউএনও, ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক কলেজছাত্রকে মাদক ব্যবসায়ী বানিয়ে থানায় ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও এক এসআইর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি-২ (দৌলতপুর-ভেড়ামারা) আদালতের বিচারক এম এম মোর্শেদ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ৬ এপ্রিল কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর থানার এসআই জাহিদের নেতৃত্বে কয়েকজন পুলিশ দুটি মোটরসাইকেলে করে সেখানে যান। পুলিশ সদস্যরা তার নাম-পরিচয় জানতে চান। তিনি নাম-পরিচয় দেওয়ার পর তাকে হাতকড়া পরিয়ে দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয়। রাতে তাকে হাজতেই রাখা হয়। রাত আড়াইটার দিকে থানার এসআই জাহিদ হাজতখানায় ঢুকে মামুনকে গুলি করার হুমকি দেন।

পরদিন পুলিশ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান মাদক আইনে তাকে এক হাজার টাকা জরিমানা করেন।

সর্বশেষ খবর