শিরোনাম
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাই কোর্টে এমপি রানার জামিন

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও রুশো মোস্তফা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে এবং আদালত যে রুল দিয়েছে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।

এর আগে ৩০ মার্চ এমপি রানার জামিনের বিষয়ে জারি করা রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে হাই কোর্টের একটি  বেঞ্চ। এর আগেও কয়েক দফায় হাই কোর্টে রানার জামিনের আবেদন নাকচ হয়। ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ স্থানীয় কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

ওই মামলায় পরে এমপি রানাকে আসামি করা হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

সর্বশেষ খবর