সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

২ মে সংসদের ১৫তম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ মে মঙ্গলবার থেকে শুরু হবে দশম সংসদের ১৫তম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল এই অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশন কত দিন চলবে এবং কত ঘণ্টা আলোচনা হবে ২ মে অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় তা নির্ধারণ হবে। এর আগে ৩২ কার্যদিবস চলার পর গত ১১ মার্চ সংসদের ১৪তম অধিবেশন শেষ হয়। ২২ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়েছিল। ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে মিলিত হওয়ার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে জানা যায়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর