শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নজরুলকে ‘ভালো হিন্দু’ বলল আরএসএস

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘ভালো হিন্দু’ বলে আখ্যায়িত করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। আরএসএসের অভিমত, ভালো হিন্দু বলতে যা বোঝায়, বিদ্রোহী কবি এর আদর্শ উদাহরণ। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরোধিতায় নজরুলের যে জাতীয়তাবাদ প্রতিফলিত হয়েছিল এবং হিন্দু ও মুসলিমকে একত্র করার জন্য তার যে প্রচেষ্টা, তাতেই তার ভালো হিন্দুত্বের পরিচয় পাওয়া যায়। আগামী ২৫ মে পশ্চিমবঙ্গে এই প্রখ্যাত কবি ও সাহিত্যিকের জন্মবার্ষিকী পালন করবে সংঘ পরিবার। আরএসএসের পশ্চিমবঙ্গ শাখার সেক্রেটারি বিষ্ণু বসু বলেন, ‘একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হওয়া সত্ত্বেও নজরুল ইসলাম একজন উৎসর্গীকৃত হিন্দু হয়ে বসবাস করেছেন। নজরুল ইসলাম ছিলেন অনেক “ভালো হিন্দু”। কারণ তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী।’ ১৯৭৬ সালে বাংলাদেশে কবির প্রয়াণ হলেও সংঘ কেন নজরুলকেই ‘ভালো হিন্দু’ বলে বেছে নিল তার ব্যাখ্যা দিতে গিয়ে আরএসএস ভাবধারায় বিশ্বাসী রাকেশ সিনহা জানান, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের মতো নজরুল ইসলামকেও উচ্চ আসনে বসাতে চাই। তিনি ছিলেন একজন বিপ্লবী ধর্মনিরপেক্ষ মানুষ’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর