শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

‘মাদকমুক্ত সমাজ গড়তে পারিবারিক সচেতনতা বাড়ানো প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক

মাদকবিরোধী সংগঠন মানস-এর আলোচনা সভায় বক্তারা বলেছেন, পুরুষের পাশাপাশি নারীরাও মাদকাসক্তে জড়িয়ে পড়ছে। এ মরণনেশায় ঝুঁকছে শিশু-কিশোররাও। বৃদ্ধি পেয়েছে শিশু অপরাধ। এ অবস্থায় মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবারের ভেতর সচেতনতা বৃদ্ধি করতে হবে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘মাদক ও নারী বাংলাদেশ প্রেক্ষাপট ও আগামী প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে এবং রুপা চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মো. গোলাম রব্বানী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মানস-এর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাজমুননাহার হক, আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি প্রমুখ।

মেহের আফরোজ চুমকি বলেন, একটি পরিবারের কেউ মাদকাসক্ত হলে গোটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজকে মাদকমুক্ত করতে না পারলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। সুন্দরী মেয়েরা হেজাব পরে ইয়াবা ব্যবসা করছে। মাদক ব্যবসা করে হঠাৎ করে যারা ধনী হয়ে যাচ্ছেন তাদের ওপর নজরদারি করা প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকতে হবে।

অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, পুরুষের পাশাপাশি নারীরাও মাদকাসক্তে জড়িয়ে পড়ছে। মাদকমুক্ত দেশ গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সুলতানা কামাল বলেন, সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সন্তানদের সুশিক্ষা দিতে হবে। তাসমিমা হোসেন বলেন, পারিবারিক সমস্যার কারণে শিশু-কিশোররা মাদকাসক্তে জড়িয়ে পড়ে। সে কারণে পরিবারের কর্তাদের তাদের সন্তানদের সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন। ফরিদা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা। প্রতিটি বাবা-মার দায়িত্ব সন্তানদের সুশিক্ষা দেওয়া। সমাজের প্রভাবশালীরা মাদক ব্যবসা করছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হতে হবে।

সর্বশেষ খবর