শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে ছাত্রীর কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গাজীপুরে এক ছাত্রীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরোজ এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তের নাম ফারহানা সুলতানা। গাজীপুর সিটির তেলিপাড়া এলাকার ওসমান খানের মেয়ে ফারহানা গাজীপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, গতকাল এইচএসসির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে প্রবেশের সময় ফারহানা সুলতানা নামের এক পরীক্ষার্থীর কাছ থেকে ওই কেন্দ্র কর্তৃপক্ষ একটি মোবাইল ফোন জব্দ করে। তারা ওই মোবাইলের ফেসবুক মেসেঞ্জার পরীক্ষা করে তাতে হিসাববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র পরীক্ষার উত্তরসহ প্রশ্নপত্রের সন্ধান পান। যা গতকাল অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। পরে সাদিয়া আফরোজের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার্থী ফারহানা সুলতানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় আটক অন্যদের বিরুদ্ধে তদন্ত ও মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশে সোপর্দ করেন। এদিন ফারহানা সুলতানা, আসিফ উদ্দিন খান এবং ওমর ফারুক সাব্বিরকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

জয়দেবপুর থানার এসআই সাইদুর রহমান জানান, ফারহানা সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে এবং আটক অন্যদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর