মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কোনো ধর্মে মানুষ হত্যার স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোনো ধর্মে মানুষ হত্যার স্থান নেই। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঘাঁপটি মেরে থাকার পর জেগে উঠেছে। এরাই জঙ্গিবাদে জড়াচ্ছে। শান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম বানানোই জঙ্গিবাদের লক্ষ্য। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ছাত্র-শিক্ষক, কৃষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী একসঙ্গে আন্দোলনে নামার কারণে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধের মতো জঙ্গিবাদের বিরুদ্ধেও সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছেন। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে, মানবতার পক্ষে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কথা বলছেন। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঘাঁপটি মেরে থাকার পর এখন জঙ্গিবাদেও জড়াচ্ছে। তাদের আত্মপ্রকাশ শুরু হয়েছে ছাত্রশিবিরের রগ কাটার রাজনীতির মাধ্যমে। এরপর হুজি, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমসহ নানা সংগঠনের মাধ্যমে জঙ্গিবাদের প্রকাশ ঘটেছে। অগ্নিসন্ত্রাস, পুরোহিত হত্যা, ধর্মযাজক হত্যা চেষ্টা, মুয়াজ্জিন হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে দেশীয় জঙ্গিরা। কিন্তু দেশের মানুষ আজ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রানা প্লাজা ধসের সঙ্গে জড়িত পলাতক আসামিদের অবস্থান নির্ণয়ের জন্য গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। ইন্টারপোলসহ আন্তর্জাতিক মহলও এতে কাজ করছে। আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আওয়ামী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিবু রায় প্রমুখ।

সর্বশেষ খবর