মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিরূপ আবহাওয়ায় নৌ চলাচলে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

ঝড়ো হাওয়ার কারণে সারা দেশে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যর নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। দেশের অভ্যন্তরীণ নৌ-চলাচল নিয়ন্ত্রণকারী এ সংস্থার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, আবহাওয়া খারাপ থাকায় নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এর মধ্যে ঝড়ো হাওয়ার কারণে গতকাল সকাল ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। আবহাওয়ার কিছুটা উন্নতি হলে বেলা ২টার পর ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি। মোবারক হোসেন বলেন, ২ নম্বর সংকেত বহাল আছে, তবে ঝড়ো বাতাস নেই বলে বড় নৌযানগুলো চলাচল করতে পারবে। গত শুক্রবার থেকেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। রবিবার রাতে এবং গতকাল সকালে ঢাকার বিভিন্ন স্থানে কয়েক দফা কালবৈশাখীর সঙ্গে হয়েছে তুমুল বৃষ্টি। ঢাকা সদরঘাটে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সকালে সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার আগে সদরঘাট থেকে পাঁচটি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

সর্বশেষ খবর