মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
এইচএসসি পরীক্ষা

সময়ের আগেই খাতা নিলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

এইচএসসিতে গতকাল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল দুই ঘণ্টা ৩৫ মিনিট। কিন্তু ভুল করে প্রশ্নপত্রে লেখা ছিল দুই ঘণ্টা ২০ মিনিট। তাই পরীক্ষার সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগেই দায়িত্বরত শিক্ষকরা খাতা নিয়েছেন পরীক্ষার্থীদের কাছ থেকে। রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রের কয়েকটি কক্ষে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কয়েক শিক্ষার্থী এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে এসব তথ্য জানিয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রশ্নপত্রের ভুলের কারণে দুই ঘণ্টা ৩৫ মিনিটের স্থলে ২ ঘণ্টা ২০ মিনিট লেখা হয়েছে। বিষয়টি জানার পর সব কেন্দ্র সচিবকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে দুই ঘণ্টা ৩৫ মিনিট পরীক্ষা নিতে বলা হয়।তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ বলেন, কয়েক শিক্ষার্থীর কাছে এমন অভিযোগ পাওয়া গেছে। সময় শেষ হওয়ার আগে খাতা নেওয়া দায়িত্বরত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।

সর্বশেষ খবর