মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তিন মাসে সারা দেশে ৫০ হাজার মামলা

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে বিভিন্ন অপরাধের অভিযোগে ৪৯ হাজার ৮৭৮টি মামলা হয়েছে, যা আগের তিন মাসের চেয়ে প্রায় সাড়ে সাত হাজার বেশি। গতকাল পুলিশ সদর দফতরে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায়’ এ তথ্য জানানো হয়। পরে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে খুন, দাঙ্গা, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, অপহরণ এবং সিঁধেল চুরির মামলা কমলেও বেড়েছে ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকদ্রব্য উদ্ধার, অগ্নিসংযোগ, সড়ক দুর্ঘটনা এবং পুলিশ আক্রান্ত হওয়ার মামলা। বৈঠক থেকে পুলিশকে জঙ্গিবিরোধী প্রচারণা চালানো এবং আরও বেশি করে ‘উঠান বৈঠক’ করার তাগিদ দেওয়া হয়েছে বলে অন্য একজন পুলিশ কর্মকর্তা জানান।  বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জঙ্গি এবং মাদক সমস্যাকে পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে এর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার কথা জানিয়েছেন  বৈঠকে। পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক মো. হুমায়ুন কবির বৈঠকে সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

সর্বশেষ খবর