সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় বাংলাদেশি ছাত্র অপহরণের ঘটনায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় অধ্যয়নরত এক বাংলাদেশি কলেজছাত্রকে অপহরণের দায়ে রাকিবুল হাসান রাতুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শনিবার রাতে রাজধানীর দক্ষিণখান থানার সুলতান মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপহরণের শিকার ওই ছাত্রের নাম এনামুল হাসান ভূইয়া ওরফে কাউছার। পিবিআই বলছে, ২৭ এপ্রিল যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেন কাউছারের চাচা নজরুল ভূইয়া। এতে তিনি উল্লেখ করেন, তার ভাতিজা কাউছার মালয়েশিয়ার ইন হাউস মাল্টিমিডিয়া কলেজের ছাত্র। আলম নামে এক বাংলাদেশির সঙ্গে একই রুমে থাকত কাউছার। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ২৬ এপ্রিল দুপুরে আলম ও তার সহযোগীরা কাউছারকে অপহরণ করে। এরপর ২০ লাখ টাকা মুক্তিপণ দিলে তারা কাউছারকে ছেড়ে দেবে, অন্যথায় মেরে ফেলার হুমকি দিয়ে ফোন দেয়। তারা বাংলাদেশে অবস্থানরত রাতুলের কাছে মুক্তিপণের টাকা দিতে বলে। মালয়েশিয়ায় কাউছারের মামা শামীম অপহরণকারীদের ৪ হাজার রিঙ্গিত প্রদান করেন। পরে কাউছারের চাচা নজরুল রাতুলকে ১ লাখ টাকা দেন।

 ওই টাকা নেওয়ার সময় পিবিআই ঢাকা মেট্রোর সদস্যরা রাতুলকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে রাতুল জানিয়েছে, মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের পলাতক সদস্য নাটোরের আলম, রাজধানীর দক্ষিণখানের আলমগীর হোসেন এবং মালয়ের অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। তারা সংঘবদ্ধভাবে মালয়েশিয়ায় থাকা ছাত্র/শ্রমিকদের বিভিন্ন কৌশলে অপহরণ করে। পরে ভিকটিমের মাধ্যমে তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

সর্বশেষ খবর