সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিক ওমর ফারুকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ওমর ফারুকের ইন্তেকাল

সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক (৫১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর সাড়ে ৩টায় মারা যান তিনি। ওমর ফারুক একটি অনলাইন নিউজ পোর্টালে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী সানজিদা শওকত, দুই কন্যা ফারিহা ওমর ইরা ও দীপিকা ওমর দিয়া, ভাই-বোন, আত্মীয়স্বজন, সহকর্মীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পেশাগত কাজের পাশাপাশি নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল বেলা দেড়টায় ওমর ফারুকের মরদেহ তার দীর্ঘদিনের বিচরণস্থল ডিআরইউ চত্বরে এসে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ডিআরইউ চত্বরে প্রথম জানাজার আগে স্মৃতিচারণ করে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ নেতারা।

এরপর প্রয়াত ওমর ফারুকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার কর্মস্থল বাংলাট্রিবিউন কার্যালয়ে। পরে বাদ আসর মীর হাজারীবাগ খালপাড় জামে মসজিদে তার তৃতীয় নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ খবর