রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

মৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৬ সালে মারা যাওয়া খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা আরিফ শুভকে আসামি করে ভাঙচুর, মারপিট ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নিজে বাদী হয়ে এ মামলাটি করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক কুমার পাল। জানা গেছে, ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শুভ। বৃহস্পতিবার দায়ের করা মামলায় শুভকে সাত নম্বর আসামি করা হয়েছে। মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলুকে প্রধান আসামি করা হয়েছে। এ ব্যাপারে দুলু বলেন, ‘মামলায় এজাহারের কপি পাওয়ার পর পুলিশের কাণ্ড দেখে হতবাক হয়েছি।’ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার বিকালে কেডি ঘোষ রোডে মিছিল করতে অনুমতি না দেওয়ায় পুলিশের ওপর হামলা করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও রাস্তা বন্ধ করে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ খবর