রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

ভারতের চিকিৎসা এখন ধানমন্ডিতে

নিজস্ব প্রতিবেদক

ভারতের সি কে বিড়লা হাসপাতালের চিকিৎসা সেবা এখন দেশেই পাওয়া যাবে। গতকাল রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে রিফলেক্ট মেডিকেল সেন্টারের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালটির আউটরিচ ক্লিনিক ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে প্রথম ৫০ জন রোগীকে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সুবিধায় আছে সার্জারি, ল্যাবরেটরি, রেডিওলজি, কার্ডিওলজি ও ওষুধপত্রসহ চিকিৎসার সব ক্ষেত্রে ১০ শতাংশ মূল্য ছাড়। আর প্রথম সাক্ষাতে সবাই বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। অনুষ্ঠানে বিড়লা হাসপাতালের গ্রুপ সিইও এবং ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান উত্তম বোস বলেন, আমাদের হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা এ দেশের নাগরিকদের জন্য অব্যাহত থাকবে। আর এই চিকিৎসার জন্য টাকা খরচ করে ভারতে যেতে হবে না। এ ছাড়া বাংলাদেশ ও ভারত দীর্ঘদিনের পরীক্ষিত এবং অকৃত্রিম বন্ধু। দুই দেশের শিক্ষা, চিকিৎসা, সাহিত্য সংস্কৃতি অনেকটাই এক ও অভিন্ন।

সর্বশেষ খবর