সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

১৭ পণ্যে পাটের বস্তা নিশ্চিতে আজ থেকে অভিযান

নিজস্ব প্রতিবেদক

সতেরটি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহারে নিশ্চিত করতে আজ থেকে ফের বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নে এতদিন ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পরিবহনে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক ছিল। পরে আরও ১১টি পণ্য যুক্ত করে ২১ জানুয়ারি গেজেট জারি করে সরকার। সে পণ্যগুলোর মধ্যে রয়েছে— মরিচ, হলুদ, পিয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ১৭টি পণ্যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে কারাদণ্ড, অর্থদণ্ড, ব্যাংক ঋণ সুবিধা বন্ধ, লাইসেন্স বাতিল, আমদানি-রপ্তানি সনদ বাতিলসহ বিভিন্ন শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযানের জন্য সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে আগের মতো মোবাইল কোর্ট পরিচালনাসহ তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ডের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে জানিয়ে মির্জা আজম বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর