সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়েছে একটি প্রভাবশালী মহল। সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে এই মামলা মিথ্যা অভিযোগে দায়ের করা হয়েছে বলে দাবি মাদারীপুরে কর্মরত সাংবাদিক সমাজের। মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

‘ভদ্রখোলায় আলোচিত ৫ খুনের বিচার হয়নি দীর্ঘদিনেও’ এই শিরোনামে ৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন নিউজ টুয়েন্টিফোরসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ছাড়াও ১ মে বেসরকারি টেলিভিশন নিউজ টুয়েন্টিফোরে পুলিশের নির্যাতন নিয়ে একটি প্রতিবেদন প্রচার হয় এবং গত ১৪ মার্চ ‘দারোগার ক্রোধের শিকার দুই মায়ের ১৩ ঘণ্টা ভোগান্তি’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টুয়েন্টিফোরে একটি প্রতিবেদন প্রকাশ ও প্রচার হয়। এ ঘটনায় হাই কোর্টে একটি রুল জারি হয়। এসব সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ হয় একটি প্রভাবশালী মহল। এই প্রভাবশালী মহলের ইন্দনে সদর উপজেলার ভদ্রখোলা গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী তহমিনা বেগমকে দিয়ে ৯ মে মঙ্গলবার একটি অপহরণ মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করে। পরে ম্যাজিস্ট্রেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে। মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভী ও দৈনিক খবর-এর জেলা প্রতিনিধি আক্তার হোসেন বাবুলকে আসামি করা হয়।

সর্বশেষ খবর