সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

সৌদি ও নিউইয়র্কে আট বাংলাদেশির মৃত্যু

প্রতিদিন ডেস্ক

সৌদি আরব ও নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ আট বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ওমরাহ পালন শেষে দেশে ফেরার উদ্দেশ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ রিয়াদের হাফার আল-বাতিন যাওয়ার পথে পাঁচজন দুর্ঘটনার শিকার হন। নিহত ব্যক্তিরা হলেন আবদুল আজিজ, তাঁর ১২ বছরের ছেলে আরাফাত, চার বছরের মেয়ে আরিয়া, শ্বাশুড়ি জোবেদা খানম এবং গাড়িচালক মাসুদ।

এদিকে নিউইয়র্কের ইস্ট উইলিস্টন সিটির নর্দার্ন স্টেট পার্কওয়েতে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। মহাসড়ক পুলিশের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত হুন্ডা একোর্ড গাড়িতে চারজন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে মোহাম্মদ শামসুল আলম (৬১) এবং আতাউর রহমান দুলাল (৩৪) ঘটনাস্থলেই মারা যান। গাড়ির ড্রাইভার রায়হান ইসলামকে (২৮) গুরুতর আহত অবস্থায় নিকটস্থ উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ মোল্লাহ (৩৬) নামে আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই নিউইয়র্ক সিটির জ্যামাইকায় বাস করছিলেন। কাজ করতেন লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির হোপেগ সিটির ৭ অসের এভিনিউতে অবস্থিত ইনভাজেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। তারা কর্মস্থলে যাওার পথে এ দুর্ঘটনার শিকার হন।

সর্বশেষ খবর