শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

দোকান দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে দোকানঘর পুলিশফাঁড়ির অদূরে দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত দুজনের মধ্যে ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি তার স্বজনদের। গতকাল সকাল ৯টায় উপজেলার জাউয়াবাজারের সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপর স্থানীয় আবিদপুর গ্রামের আবদুল কাইয়ুম ও লক্ষ্মণসোম গ্রামের কবি আবদুল ওয়াহিদের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জড়িত অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। নিহতরা হলেন আবিদপুর গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে হাফিজ সাইদ আহমদ (২৫) ও বিনন্দপুর গ্রামের মৃত অইছত আলীর ছেলে সুলতান আলী (৬০)। সংঘর্ষে গুরুতর আহত  আবদুল কাইয়ুম (৬০) ও ফয়জুল ইসলামকে (২৬) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় কৈতক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জাউয়াবাজার নদীর পাড়ে অবস্থিত আবিদপুর গ্রামের আবদুল কাইয়ুমের মালিকানাধীন একটি দোকানঘরের মালিকানা দাবি করে দলবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দখল নিতে আসেন কবি আবদুল ওয়াহিদের লোকজন। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে আবদুল কাইয়ুম পক্ষের লোকজন দৌড়ে পালাতে চাইলে ওয়াহিদের সমর্থকরা গরুর বাজার এলাকায় তাদের ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় আবদুল কাইয়ুমের ছেলে হাফিজ সাইদ আহমদের বুকে বল্লমের আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার দুই ঘণ্টা পর বেলা ১টার দিকে কাইয়ুমের সমর্থকরা পার্শ্ববর্তী বিনন্দপুর গ্রামের মাঠে ওয়াহিদের চারজন সমর্থককে পেয়ে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ জড়িত থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।    

সর্বশেষ খবর