শিরোনাম
শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

পাঠ্যবইয়ে ভুলের ছয় সংশোধনী দিয়েছে এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যবইয়ের ভুল নিয়ে সমালোচনার পর প্রাথমিক স্তরের পাঁচটি বইয়ের ছয়টি সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ সংশোধনী অনুসরণ করতে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সংশোধনীপত্রে বলা হয়, প্রথম শ্রেণির ‘আমার বাংলা’ বইয়ে ‘মৌ’ এর স্থলে ‘মউ’ করা হয়েছে। তৃতীয় শ্রেণির ‘আমার বাংলা’ বইয়ে কুসুমকুমারী দাশের ‘আদর্শ ছেলে’ কবিতার সংশোধনী দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ‘ঘোষনা’ বানান শুদ্ধ করে ‘ঘোষণা’ করা হয়েছে। একই বইয়ে ‘সায়েরা বেগম’ এর স্থলে ‘সায়েরা খাতুন’ সংশোধনী দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘ঐবধত্ঃ’ এর স্থলে ‘ঐঁত্ঃ’ সংশোধনী দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা’ বইয়ে ‘সমুদ’ বানান ঠিক করে ‘সমুদ্র’ করা হয়েছে। পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ‘ঘোষনা’ বানানটি ঠিক করে ‘ঘোষণা’ করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, প্রাথমিকের বইয়ের শুধু মৌলিক ভুলের জন্য শুদ্ধিপত্র দেওয়া হয়েছে। প্রাথমিকের বইয়ে আর কোনো মৌলিক ভুল নেই। প্রাথমিকের বইয়ে ছাগলের গাছে উঠে আম খাওয়ার চিত্র এবং ওড়না নিয়ে যে বিতর্ক উঠেছে তা আগামী শিক্ষাবর্ষের নতুন বইয়ে পরিমার্জন করা হবে।

সর্বশেষ খবর