শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

কাশিমপুর কারাগার পরিদর্শনে ১৪ দেশের কারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশসহ ১৪টি দেশের কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। আগত দেশগুলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বলে জানা গেছে। গতকাল সকালে বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন আহমেদের সঙ্গে চীন, কম্বোডিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান, মিয়ানমার, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভানুয়াতুর আইজি প্রিজন কাশিমপুর কারাগার পরিদর্শনে আসেন। এ সময় তদের গার্ড অব অনার দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার-২ পরিদর্শন করেন আগত মহাপরিদর্শকরা। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশসহ এশিয়া প্রশান্ত মহাসগারীয় অঞ্চলে ১৪টি দেশের কারা মহাপরিদর্শক কারাগার পরিদর্শন করেছেন।

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনে যোগ দিতে ১৩টি দেশের আইজি প্রিজনরা ঢাকায় এসেছেন।

সর্বশেষ খবর