মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

হারানো গৌরব ফিরে পাচ্ছে পাট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত কঠোর তদারকিতে পাট ফিরে পাচ্ছে তার হারানো গৌরব। গতকাল ঢাকা জেলা প্রশাসনের এক অভিযানে এ চিত্র ফুটে উঠেছে। জেলা প্রশাসন সূত্র জানায়, পোস্তগোলা ও জুরাইন বালুরমাঠ এলাকায় পরিচালিত অভিযানে প্রায় অর্ধশতাধিক চাল, আটা, গমের আড়তে সবাইকে পাটজাত ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে। শুধু ফরিদপুর রাইস এজেন্সি নামে একটি আড়তে ১০-১৫টি পলিথিন ব্যাগে চাল রাখতে দেখা যায়। পাটজাত ব্যাগ না রাখার অপরাধে ওই আড়তের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জুরাইন চাল ও খাদ্যদ্রব্য আড়তদার সমিতির সভাপতি মাওলানা মো. ইউসুফ জানান, দীর্ঘদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান ও সচেতনতা তৈরির কারণে তার সমিতির সবাই পাটের ব্যাগ ব্যবহার করছে। 

জেলা পাট কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, শুধু জুরাইন নয়, ঢাকার সব আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।  অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান শেষে আড়তদার সমিতির সঙ্গে বৈঠক হয়। সমিতির চমৎকার ভূমিকা ও সচেতনতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।

 

সর্বশেষ খবর