শিরোনাম
রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

সড়কে ঝরল ১৬ প্রাণ

আহত হয়েছেন আরও অর্ধশতাধিক

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। এ দুর্ঘটনাগুলো ময়মনসিংহের ত্রিশাল, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, বরগুনার তালতলী, নড়াইল ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহ : ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মণি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে শিশু, নারীসহ তিনজন নিহত ও কমপক্ষে ২২ জন আহত হন। দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জে মুরগিবোঝাই মিনি ট্রাক ও দিনাজপুরগামী একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন মারা যান। গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুুর-ঢাকা মহাসড়কের ফাঁসিতলায় রাত আড়াইটায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বাগেরহাট : খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী মোড়ে ট্রাকের চাপায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার পিয়ারাতলা বাসস্ট্যান্ডের অদূরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসিমা খাতুন (৫০) নামে এক চাতালশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম : গাড়িচাপায় মোহাম্মদ নিশান নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিশান ওই এলাকার শামসুল আলমের ছেলে। আমতলী (বরগুনা) : সকালে চার মোটরসাইকেল চালক দুটি মোটরসাইকেল নিয়ে পাল্লা দিয়ে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছেন। এতে এক চালক জুলহাস (৪০) ঘটনাস্থলে নিহত হন এবং অন্য চালক জহিরুল হক (২২) ও আবদুল জব্বার (৩২) গুরুতর আহত হয়েছেন।

নড়াইল : নড়াইল-যশোর সড়কের মৎস্য হ্যাচারি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনচালক আবদুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজ সদরের লস্করপুর গ্রামের আবদুল ওহাবেব ছেলে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকার চৈতী কম্পোজিটের সামনে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর