মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

বনানীর ধর্ষণ মামলার প্রতিবেদন ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৯ জুন জমা দেওয়ার দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই দিন ধার্য করেন। এ সময় মামলার পাঁচ আসামিকেই আদালতে হাজির করা হয়। আসামিরা হলো আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এরই মধ্যে জবানবন্দি দিয়েছে। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এ্যানি গতকাল তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। মামলার এজাহার থেকে জানা যায়, ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটক রাখে। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাদী ও তার বান্ধবীকে জোর করে ঘরে নিয়ে যায় আসামিরা। বাদীকে সাফাত আহমেদ ও বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করে। আসামি সাদমান সাকিফকে দুই বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমেই ঘটনার ১০-১৫ দিন আগে সাফাতের সঙ্গে দুই ছাত্রীর পরিচয় হয়। বনানী থানা পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ করেন ধর্ষিতাদের একজন। এরপর আসামি ধরতেও পুলিশের অনীহার অভিযোগের মুখে মামলার তদন্তভার পুলিশের উইমেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনকে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর