বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা
জামিনে মুক্ত শিক্ষক

শ্যামল কান্তি বলেন ‘আতঙ্কে আছি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বহুল আলোচিত শ্যামল কান্তি ভক্ত গতকাল অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে শ্যামল কান্তির জামিনের আবেদন জানানো হলে আদালত দুপক্ষের শুনানি শেষে আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। শ্যামল কান্তি বলেন, জেল থেকে মুক্তি পেলেও আমি আতঙ্কে আছি। আমার পুলিশ প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে।

একজন বডিগার্ড দেওয়া হয়েছিল, তাও এখন দেবে কি না, তা নিয়ে আমি সন্দিহান। কখন কী ঘটে যায়, জানি না। যদি কিছু ঘটে যায়, তাহলে আপনারা ধরে নেবেন ওসমান পরিবার থেকে হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনি এতদিন কারাগারে ছিলেন। সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।

সর্বশেষ খবর