শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা

ম্যানিলায় ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় নিহত ৩৭

প্রতিদিন ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ক্যাসিনোতে এক দুর্বৃত্তের বোমা ও বন্দুক নিয়ে হামলার ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। তবে মৃতদের মধ্যে বেশিরভাগই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্বৃত্তের ছোড়া বোমায় ক্যাসিনোটিতে আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ভোরে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ক্যাসিনোটিতে বন্দুকধারী ব্যক্তি প্রথমে টিভি মনিটরগুলোতে গুলি করে। হামলা শেষ করে পরে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। পুলিশের ভাষ্য, এটা সন্ত্রাসমূলক হামলা বলে মনে হচ্ছে না। ডাকাতির ঘটনা হতে পারে।

৫০ জনেরও বেশি মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, বন্দুকধারী বেশ দীর্ঘকায় ছিল। গায়ের রং ছিল ফ্যাকাশে এবং সে ইংরেজিতে কথা বলছিল। তবে হামলাকারী কোন দেশের, তা এখনো জানা যায়নি।   দেশটির পুলিশ প্রধান বলেন, এটাকে ডাকাতির ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। কারণ ওই ব্যক্তি কাউকে গুলি করেনি, আঘাত করেনি। পরে সে আত্মহত্যা করে।  তবে এ হামলার দায় স্বীকার করে কথিত বার্তাসংস্থা ‘আমাক’এ একটি বিবৃতি প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।  সিএনএন।

সর্বশেষ খবর