শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা

নিমতলী ট্র্যাজেডির সপ্তম বর্ষ আজ

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ নিমতলী ট্র্যাজেডির সপ্তম বছর পূর্তি আজ। ২০১০ সালের ৩ জুন নিমতলীর নবাব কাটরায় রাত ৯টার দিকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। তাতে একটি প্লাস্টিক কারখানায় আগুন ধরে যায়। সেখানে বিপজ্জনক কেমিক্যাল ছিল। ফলে আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে। মুহূর্তে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। শত শত মানুষের চোখের সামনে বহু মানুষ পুড়ে অঙ্গার হয়ে যায়। সেই দুর্ঘটনায় ১২৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

পুড়ে যায় ২৩টি বসতবাড়ি, দোকান ও কারখানা।

সর্বশেষ খবর