বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দশ মামলার আসামি নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি ফিরাতুল (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সোমবার রাত ২টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে আশরাফুল ইসলাম খোকনের কাঁঠালবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ আহত হয়েছে। নিহত ফিরাতুল সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে। মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঁঠালবাগানে একদল সন্ত্রাসী অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে সেখানে পুলিশের একটি দল পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। পরে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ফিরাতুলের খালা ফুলনারা খাতুন বলেন, রবিবার বিকালে ফিরাতুলকে আটক করে পুলিশ। আটকের পর তাকে সাহেবপুর পুলিশ ক্যাম্পে রাখা হয় বলে আমরা শুনেছি। গতকাল সকালে তার মৃত্যুর খবর পাই। তিনি জানান, সে কয়েকবার জেল খেটেছে। জেল থেকে বেরিয়ে গ্রামে চায়ের দোকান দিয়ে ব্যবসা করছিল। হঠাৎ শুনি পুলিশ তাকে আটক করেছে। ফিরাতুলের বাবা আবদুল আওয়াল বলেন, আমার ছেলেকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে। আমার ছেলের হত্যাকারীদের শাস্তি চাই। সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও তিনটি রামদা (দেশি অস্ত্র) উদ্ধার করা হয়। নিহত ফিরাতুলের নামে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানায় হত্যা, বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে। গতকাল ময়নাতদন্ত শেষে ফিরাতুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর