বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডীয় ১৯ এমপির আশ্বাস

প্রতিদিন ডেস্ক

কানাডার ১৯ জন প্রভাবশালী এমপি বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তারা গত ৫ জুন কানাডার ফেডারেল পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত এক সভায় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমানকে এ আশ্বাস দেন। এনআরবি নিউজ। সংসদ ভবনের সেন্টার ব্লকে অবস্থিত পার্লামেন্টারি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন কানাডা পার্লামেন্টের সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান কেভিন সোরেনসন এমপি (ব্যাটল রিভার-ক্রফোর্ড, এলবার্টা), অটোয়ার বার হেভেন-নেপিয়েন এলাকার এমপি চন্দ্রা আরিয়া, ব্রোসার্ড-সেন্ট ল্যাম্বার্ট, কুইবেক এলাকার এমপি আলেকজান্ড্রা মেনডেস, ইউনিপেগ সাউথ এলাকার এমপি এবং নারী অধিকার বিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি টেরি ডুগুইড, টরেন্টোর বাঙালি অধ্যুষিত বিচেস-ইস্ট ইয়র্ক এলাকার এমপি এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান নাথানিয়েল এরস্কাইন স্মিথ, ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাংকুভার-কোয়াড্রা এলাকার এমপি জয়েস মুররে, অন্টারিওর কিচেনার এলাকার কনজারভেটিভ নেতা হ্যারল্ড অলব্রখট এমপি,  উইনিপেগ সেন্টার এলাকার এমপি রবার্ট ফ্যালকন উলেট, কুইবেকের ভিমি এলাকার এমপি ইভা নাসিফ, সাস্কাচুয়ান ওয়েস্ট এলাকার এমপি ও এনডিপি নেত্রী শেরি বেনসন, অন্টারিওর মিসিসাগা এরিন মিলস এলাকার এমপি ইকরা খালিদ, টরেন্টোর স্ক্যারবোরো সেন্টার এলাকার এমপি সালমা জাহিদ, মন্ট্রিয়লের ডোরভাল-লাসাল এলাকার এমপি অঞ্জু ধিলন, সাস্কাচুয়ানের শেরউড পার্ক ফোর্ট এলাকার এমপি গারনেট জিনাস, অন্টারিওর ব্র্যাম্পটন এলাকার এমপি রমেশ সাংঘা, রিচমন্ড হিল এলাকার এমপি মাজিদ জৌহারি, স্ক্যারবোরো নর্থ এলাকার এমপি শন চেন, টরেন্টোর ডন ভ্যালি ইন্ট এলাকার এমপি ইয়াসমিন রতনসি এবং কুইবেকের শ্যাতোগে-ল্যাকোল এলাকার এমপি ব্রেন্ডা শ্যানাহান।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার নাঈম উদ্দিন আহমেদ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) সাখাওয়াত হোসেন, প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ, প্রথম সচিব (রাজনৈতিক) আলাউদ্দিন ভুঁইয়া এবং প্রথম সচিব (কনস্যুলার) অপর্ণা রানী পাল।

 সভায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অনুসৃত নীতিমালার উল্লেখ করে দেশের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরীর দীর্ঘদিন ধরে কানাডায় পালিয়ে থাকার কথা তুলে ধরেন। তিনি ন্যায়বিচারের স্বার্থে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে জোর দাবি উত্থাপনে কানাডীয় পার্লামেন্টারিয়ানদের সমর্থন কামনা করেন। এতে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কেভিন সোরেনসন, চন্দ্রা আরিয়া, টেরি ডুগুইড, জয়েস মুররে, আলেকজান্ড্রা মেনডেস এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান নাথানিয়েল এরস্কাইন স্মিথ। এ সময় উপস্থিত সবাই বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠানোর ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান।

সর্বশেষ খবর