বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

তাদের জন্য নৌকা আজীবনের জন্য ডুবতে পারে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, প্রধানমন্ত্রী নিজেও বুঝতে পেরেছেন তার নৌকায় বাম ও নাস্তিকরা ভর করেছে। যেহেতু বুঝতে পেরেছেন সময় থাকতে বাম ও নাস্তিক মন্ত্রীদের মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করুন। অন্যথায় নৌকা আজীবনের জন্য ডুবতে পারে। এসব নাস্তিক মন্ত্রীদের সবসময়ই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। গতকাল বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১১তম দিনের আলোচনায় পীর চরমোনাই উপরোক্ত কথা বলেন। এতে পীরসাহেব চরমোনাই ছাড়াও নায়েবে আমিরুল মুজাহিদীন প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা জিয়াউল করীম, মুফতি এছহাক মু. আবুল খায়ের চেয়ারম্যানসহ দরবারের খলিফাগণ আলোচনা করেন।

পীর চরমোনাই বলেন, ইসলাম মানুষের কল্যাণ নিশ্চিত করেছে। ইসলামই পারে অশান্ত দুনিয়ায় শান্তির সুতাবাস বইয়ে দিতে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের ইমান নষ্ট করা যাবে, কিন্তু ইসলামের কোনো কিছুই হবে না। তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম ও মুসলমানবিরোধী বক্তব্য-বিবৃতি দিয়ে দেশে নতুন নতুন সংকট সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত এই বাম ও নাস্তিকরা। কাজেই সময় থাকতে এদের সরান এবং মূর্তিসহ সব ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

সর্বশেষ খবর