শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা
বিএনপিকে এনামুল হক শামীম

আওয়ামী লীগ নিয়ে কথার বলার আগে নিজ ঘর সামলান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ কয়টি আসন পাবে, সে বিষয়ে কথা বলার আগে নিজের ঘর সামাল দিন। নিজ দলের নেতারা গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলছেন। সংবাদ সম্মেলন করে সাংগঠনিক সম্পাদকরাও পদত্যাগ শুরু করেছেন। গতকাল ধানমন্ডিতে লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, চেয়ারম্যানদের মধ্যে মজিবুর রহমান, জাহিদুর রহমান, সুরাইয়া আক্তার, আবদুল করিম মাস্টার, মিজানুর রহমান, মাহেন আরা পান্না, কামাল হোসেন, কৃষক লীগ সভাপতি আবুল কাসেম, নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এনামুল হক শামীম আরও বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারবে না জেনেই আবার ২০১৪ সালের মতো ষড়যন্ত্র শুরু করেছে।

ষড়যন্ত্র করে লাভ হবে না। আওয়ামী লীগ দেশের মাটি ও মানুষের দল। এ দলের শিকড় অনেক গভীরে। তিনি উল্লেখ করেন, ২০০১ সাল আর ২০১৯ সাল এক হবে না। কারণ দেশের জন্য কারা কাজ করে, দেশবাসীর কাছে তা পরিষ্কার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থাশীল হয়ে উঠেছে। যতই দিন যাচ্ছে, ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। একাদশ নির্বাচনে আওয়ামী লীগ হ্যাটট্রিক জয় করবে।

সর্বশেষ খবর