শিরোনাম
সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

রোমেনা আফাজের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

স্বাধীনতা পুরস্কারে ভূষিত খ্যাতিমান সাহিত্যিক রোমেনা আফাজের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের ১২ জুন তিনি ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

‘দস্যু বনহুর’খ্যাত সাহিত্যিক রোমেনা আফাজ ১৯২৬ সালে বগুড়ার শেরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন থেকে সাহিত্যকর্ম দিয়ে তিনি নিজেকে মেলে ধরেছেন প্রতিনিয়িত। তিনি লিখেছেন ছোট গল্প, কবিতা, উপন্যাস, কিশোর উপন্যাস, গোয়েন্দা সিরিজ ও রহস্য সিরিজসহ সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে। তার লিখিত বইয়ের সংখ্যা প্রায় ২৫০টির বেশি। এরমধ্যে ছয়টি উপন্যাস চলচ্চিত্রে রূপ পায়। তার অমর সৃষ্টি দস্যু বনহুর (একাধিক সিরিজ)। তার লেখা উপন্যাস চলচ্চিত্র রূপ পেয়েছে কাগজের নৌকা, মোমের আলো, মায়ার সংসার, মধুমিতা, মাটির মানুষ। ২০১০ সালে ২৫ মার্চ বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

 জাতীয় গ্রন্থকেন্দ্রের জরিপে দেশের জনপ্রিয় লেখিকা হিসেবেও তিনি ১৯৮৫ সালে পুরস্কার লাভ করেন।

মৃত্যুদিবস উপলক্ষে আজ তার কবরে ফাতেহা পাঠ ও দোয়া এবং রোমেনা আফাজ স্মৃতি পরিষদের আয়োজনে বগুড়া শহরের জলেশ্বরীতলায় বিকালে স্মরণ সভা, সাহিত্যবিষয়ক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর