শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক

ঈদের অগ্রিম টিকিট নিতে গতকালও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল নানা শ্রেণি-পেশার মানুষের দীর্ঘ লাইন। সাহরির আগ থেকেই অনেকে লাইন ধরে দাঁড়ান টিকিটের জন্য। এ যেন সোনার হরিণের জন্য অপেক্ষা। টিকিট নিশ্চিত করতে কেউ কেউ রাতভর কাটিয়েছেন স্টেশনে। সকালে টিকিট হাতে পেয়ে তারা হয়েছেন উচ্ছ্বসিত। গতকাল ২৪ জুন শনিবারের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গন্তব্যের জন্য ৩১টি আন্তঃনগর ট্রেনের মোট ২৪ হাজার ৬০০ টিকিট বিক্রি করা হয়েছে। অন্যান্য দিনের মতো গতকালও সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। একজন ক্রেতা সর্বোচ্চ চারটি টিকিট নিতে পেরেছেন। কমলাপুর  রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, ট্রেনের টিকিটের ক্ষেত্রে এবার কোনো কালোবাজারি হচ্ছে না। এ বিষয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। টিকিট প্রত্যাশীরা  যেন নির্বিঘ্নে টিকিট সংগ্রহ করতে পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কমলাপুর স্টেশনে গতকাল কথা হয় বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের টিকিট কিনতে এসেছিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শোভন চেয়ারের টিকিট পেয়েছি। টিকিটটি পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। তিনি বলেন, ঈদে বাড়ি যেতে পারলে অপেক্ষা আর না ঘুমানোর কষ্ট মনে থাকবে না। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে যাওয়ার জন্যে উন্মুখ হয়ে আছেন রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ ২৫ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে। ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর