শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

ফাঁকা ঢাকার কঠোর নিরাপত্তা দেবে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় জনশূন্য হয়ে পড়বে রাজধানী ঢাকা। এ সময় রাজধানীর প্রায় ২০ লাখ ফাঁকা বাড়ি, অফিস ও বিপণিবিতানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে র‌্যাব। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল দুপুরে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। র‌্যাব ডিজি বলেন, ঈদ সামনে রেখে ইতিমধ্যে নগরীর বিপণিবিতানগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‌্যাবের ক্যাম্প বসানো হয়েছে। নগরীজুড়ে পেট্রল টিম, মোটরসাইকেল পেট্রল, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পেট্রল বাড়ানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও ঈদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার ট্রেনের টিকিটে কোনো কালোবাজারি হয়নি। মানুষ স্বাচ্ছন্দ্যে টিকিট কিনতে পারছেন। একই সঙ্গে তারা যেন শান্তিতে বাড়ি গিয়ে ঈদ করতে পারেন সে জন্য যাত্রাপথেও র‌্যাবের নিরাপত্তা থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব সদস্যরা প্রস্তুত। জঙ্গিদের অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে উল্লেখ করে র‌্যাবপ্রধান বলেন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাহিনীর হাতে জঙ্গিরা ধরা পড়ছে। ক্রমাগত অভিযানে জঙ্গি গোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। তাদের নিশ্চিহ্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কারণে রেল স্টেশনগুলোতে এখন আর আগের মতো অজ্ঞান পার্টির দৌরাত্ম্য নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর