শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

মেডিকেল শিক্ষার্থীরা চিকুনগুনিয়া নিধনে নামছেন কাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় রাজধানীতে চিকুনগুনিয়া ভাইরাস বাহিত এডিস মশা নিধন কর্মসূচিতে নামছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে আগামীকাল সারা ঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাধারণ বাসিন্দাদের এডিস মশা বাহিত রোগ সম্পর্কে সচেতন করবেন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনে ডা. আবুল কালাম আজাদ বলেন, ঢাকার সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ম্যাটস, নার্সিং ইনস্টিটিউট, নিপসম ও বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের চিকিৎসা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি ‘সামাজিক সচেতনতা আন্দোলন’ গড়ে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর