বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদ যাত্রায় মহাসড়কে লেগেই আছে যানজট

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

ঈদ যত ঘনিয়ে আসছে মহাসড়কে ততই যানজট ভয়াভহ আকার ধারণ করছে। কোনোভাবেই যেন যানজট কমছে না রাজধানী ঢাকা থেকে বেরোনোর সড়কে। বিশেষ করে উত্তরাঞ্চলে যাওয়ার মহাসড়কের অবস্থা সবচেয়ে নাজুক। সড়কের স্থানে স্থানে খানাখন্দ, বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা, সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও উন্নয়ন সংস্কারে থমকে আছে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা। অনেকটা যানজটে আটকে আছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের ঈদ আনন্দ। রাজধানী থেকে আবদুুল্লাহপুর হয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্রটা ঠিক এমনই। আর এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নয়নের ফ্লাইওভার ও দুই লেন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখন যত সমস্যা ওই উন্নয়নের ফ্লাইওভার। মহাসড়কের কোনাবাড়ী ও চন্দ্রা ত্রিমোড়ে এই উন্নয়নের ফ্লাইওভার নির্মিত হচ্ছে। আর এই ফ্লাইওভারেই আটকে আছে এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়ক বিআরটিতে উন্নীত করতে এখন সড়কের উন্নয়নে নজর নেই বললেই চলে। আর এতে উন্নয়নেই যেন আটকে আছে এবারের ঈদ যাত্রা। চন্দ্রা ত্রিমোড় ও কোনাবাড়ী এলাকায় চলছে চার লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ। চন্দ্রায় ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য বন্ধ করা হয়েছে কালিয়াকৈর-নবীনগর সড়ক। নির্মাণ কাজের জন্য মূল সড়ক বন্ধ থাকায় ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈরের দিকে এগিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে গন্তব্যের দিকে যেতে হচ্ছে। এ ছাড়াও ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত চার লেন কাজের জন্য যানজট লেগেই থাকছে। কোনাবাড়ীতেও ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য এক লেনে চলাচল করতে হচ্ছে। এ ছাড়াও মির্জাপুর-দেওহাটা রেলক্রসিংয়ে ফ্লাইওভার ব্রিজের কাজ চলায় যানজট লেগে থাকছে। ঈদ যাত্রার শুরুতেই অনাহুত ভোগান্তিতে মানুষের চোখেমুখে এখন বিরক্তির ছাপ। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ঈদে ঘরমুখী মানুষ একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজটে নাকাল হচ্ছেন। ভোগড়া বাইপাস থেকে কোনাবাড়ী হয়ে চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৬০ কিলোমিটার পথ যানজটে স্থবির। ঢাকা-সিলেট মহাসড়কে টঙ্গী স্টেশন রোড, টিঅ্যান্ডটি, মাঝুখান, পুবাইল, কালীগঞ্জ ও পুবাইল থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম সড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে।

সর্বশেষ খবর