বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

আজ আন্তর্জাতিক যোগ দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক যোগ দিবস। ‘সুস্বাস্থ্যের জন্য যোগ’ (Yoga for Health)  প্রতিপাদ্য নিয়ে ঢাকাসহ বিশ্বের ১৯০টি দেশের ২৬০টিরও বেশি শহরে যোগ দিবস পালিত হচ্ছে। প্রাণায়াম, যোগাসনের বিভিন্ন মুদ্রা এবং ধ্যান বা মেডিটেশনের সমন্বয়ই ইয়োগা বা যোগ। বাংলাদেশেও জনপ্রিয় যোগ মেডিটেশন এখন পরিপূরক চিকিৎসাব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মূল আয়োজন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ ভোর সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সম্মিলিত ধ্যানচর্চার আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। অংশগ্রহণকারীদের বিনামূল্যে যোগ ম্যাট, টি-শার্ট ও সৌজন্য উপহার দেওয়া হবে। অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর