বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে ১৭ জুন প্রকাশিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থমকে আছে পিতা-পুত্রের সনদ জালিয়াতি তদন্ত’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ ও অধ্যাপক এ কে এম শামসুল আলম। অধ্যাপক মাসউদ বলেন, তার সনদ নিয়ে কোনো সময়ই কোনো অভিযোগ বা বিতর্ক ছিল না। সনদ ইস্যুটি সিন্ডিকেট সভাতে উত্থাপিত হওয়ার বিষয়টি বানোয়াট। অধ্যাপক আলম বলেন, সম্পূর্ণ উড়ো কথার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি করা হয়েছে। তারা দুজনই সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন।

প্রতিবেদকের বক্তব্য : তথ্য-প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অধ্যাপক মাসউদের দ্বৈত ডিগ্রির বিষয়টি সিন্ডিকেটের ৪৩৯তম সভায় উত্থাপিত হয় এবং তা অনৈতিক বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক আলমের সনদ জালিয়াতি তদন্তে কমিটি হয়েছে। ওই কমিটির প্রধানের বক্তব্য প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর