বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

বিতর্কিত প্রকল্প আজ ওয়াসা বোর্ডে উঠছে

নিজস্ব প্রতিবেদক

ওয়াসার ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের কাজে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৯শ কোটি টাকা বেশি চাওয়া সত্ত্বেও ‘ডিগ্রিমেন্ট-ওটিভি জেভি’ নামের প্রতিষ্ঠানকে কাজের অনুমোদন দিতে এই প্রকল্প তোলা হচ্ছে ওয়াসা বোর্ডে। অভিযোগ আছে দরপত্রের অনেক শর্ত পূরণ না করা সত্ত্বেও এই প্রতিষ্ঠানকে কাজ দিতে উঠে পড়ে লেগেছে ওয়াসার কতিপয় কর্মকর্তা। এসব অভিযোগ তুলে ধরে গত বছরের ২০ নভেম্বর দরপত্র পুনর্মূল্যায়নের জন্য সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) আবেদন করে দরপ্রস্তাব থেকে বাদ পড়া প্রতিষ্ঠান ‘ভা টেক ওয়াবাগ লিমিটেড-টেকনিকাছ রিইউনিডাস জেভি’। —এ অভিযোগের বিষয়ে ওয়াসা এবং অভিযোগকারী প্রতিষ্ঠানের বক্তব্য বিশ্লেষণ এবং তদন্ত শেষে সিপিটিইউ ৭ ডিসেম্বর দুই জন দাতার দরপত্র পুনর্মূল্যায়নের রায় দিলেও তা মানছে না ওয়াসা। ছয় মাস পার হলেও কোনো ধরনের পুনর্মূল্যায়ন না করে এই প্রকল্প ডিগ্রিমেন্ট-ওটিভি জেভি’কে দিতে আজ ওয়াসার বোর্ড সভায় তোলা হচ্ছে।

সর্বশেষ খবর