বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা
৫৩ লাখ টাকা আত্মসাৎ

দুদকের মামলায় বিসিকের দুই প্রকৌশলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) দুই প্রকৌশলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- বিসিক পুরকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম খান ও একই বিভাগের সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন। দুদক জানায়, ঝালকাঠির নলছিটি থানায় গত ১৯ জুন দায়ের করা মামলায় গতকাল রাজধানীর মতিঝিল থেকে আসামিদের গ্রেফতার করে দুদক। এরপর তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আহমাদ উজ জামান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঝালকাঠি প্রকল্পের অধিগ্রহণকৃত ১১.০৮ একর জমিতে ভূমি উন্নয়ন, মাটি ভরাট কাজে চারটি ভুয়া পুকুর দেখিয়ে এবং পরবর্তীতে উক্ত ভুয়া পুকুরে মাটি ভরাট দেখিয়ে প্রকল্পের ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন।

 দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সর্বশেষ খবর