শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

নিউইয়র্কে আদালতের সামনে বাংলাদেশিদের মানববন্ধন

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়কে কেন্দ্র করে কুইন্স সুপ্রিম কোর্টের সামনে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করেছেন। গত বুধবার সকালে ‘ইউনাইটেড বাংলাদেশি আমেরিকান ফর শাহেদুল ইসলাম’ শীর্ষক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। খবর এনআরবি নিউজ’র। প্রসঙ্গত, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বিরুদ্ধে তার গৃহকর্মী রুহুল আমিন (৪১) গত বছরের মে মাসে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেওয়াসহ মারধর করার অভিযোগ করেন। বুধবার ছিল এ মামলার শুনানির দিন। মানববন্ধনকারীরা দাবি করেন, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্র প্রস্তুতের উদ্দেশ্যে শাহেদুলকে ফাঁসানো হয়েছে। প্রকৃত অর্থে শাহেদুল ওই গৃহকর্মীকে ন্যায্য পারিশ্রমিক দিয়েছেন। মানববন্ধনে নেতৃত্ব দেন আইরিন পারভিন, জাকারিয়া চৌধুরী, শাহীন আজমল, মোশারফ হোসেন, এমাদ চৌধুরী, মিসবাহ আহমেদ, নূরল আবসার সেন্টু, শিবলী সাদিক প্রমুখ। মানববন্ধন থেকে শাহেদুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সঠিক তদন্ত শেষে ন্যায়বিচার প্রার্থনা করা হয়।

সর্বশেষ খবর