শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হলি আর্টিজানে নিহত এসি রবিউল করিমের মৃত্যুবার্ষিকী আজ

মানিকগঞ্জ প্রতিনিধি

এসি রবিউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১ জুলাই দায়িত্ব পালনকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম গ্রামে। তার স্ত্রী উম্মে সালমা, ছেলে সাজিদুল করিম সামি (৮), মেয়ে কামরুন্নাাহার রায়না (১১ মাস) কে নিয়ে অনিশ্চিত সময় পার করছেন। রবিউলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও রবিউলের স্ত্রীর আজও কোনো চাকরি হয়নি। অনেকে আশ্বাস দিয়েছিলেন চাকরির। এলাকাবাসী ও স্বজনরা নিহত রবিউলের স্ত্রীকে একটি চাকরি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। 

রবিউলের ছোট ভাই সামসুজ্জামান বলেন, নিজ গ্রামে রবিউল প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এখন এর শিক্ষার্থী সংখ্য ৪১। তিনি  একটি বৃদ্ধনিবাসও গড়তে চেয়েছিলেন।

সর্বশেষ খবর