শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শাহেদুলকে জাতিসংঘ মিশনে বদলি

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে জাতিসংঘে বাংলাদেশ মিশনে বদলি করা হয়েছে। কাউন্সিলর হিসেবে তার এ বদলির আদেশ কার্যকর হয় ২০ জুন থেকে। খবর এনআরবি নিউজের

তার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে ২৮ জুন কুইন্স সুপ্রিম কোর্টে। গৃহকর্মীকে নির্যাতন ও মানব পাচারসহ প্রায় ২০টি অভিযোগে অভিযুক্ত শাহেদুল ইসলামের আইনজীবীরা আদালতে বক্তব্য রাখেন। আদালত আইনজীবীদের বক্তব্য শুনে এ মামলার পরবর্তী শুনানির জন্য ৩ অক্টোবর ধার্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০ জুন তিনি এ নয়া দায়িত্বে যোগদান করেছেন বলে মিশনের ফার্স্ট সেক্রেটারি নূর ইলাহি মিনা জানান। গৃহকর্মীকে নির্যাতন, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও মানব পাচারের অভিযোগে ১২ জুন সকালে জ্যামাইকার বাসা থেকে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে আটক করে নিউইয়র্ক পুলিশ। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে শাহেদুল ইসলামকে।

সর্বশেষ খবর