বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘মাদক ও সন্ত্রাস দুই-ই দেশের জন্য ক্ষতিকর’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এনডিসি, পিএসসি বলেছেন, ‘মাদক ও সন্ত্রাস দুই-ই দেশের জন্য ক্ষতিকর। বিএসএফকে বোঝানোর চেষ্টা করেছি মাদক যারা পাচার করে এরা আমাদের দেশের জন্য যেমন ক্ষতি, তাদের দেশের জন্যও ক্ষতি। সন্ত্রাসীরাও উভয় দেশের জন্য ক্ষতিকারক। তারা (বিএসএফ) বিষয়টা বুঝতে পেরেছে।’

গতকাল আখাউড়া স্থলবন্দরে বিজিবির আইসিপি পরিদর্শনে এসে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, ‘উভয় দেশেই কিছু দুষ্ট লোক আছে। তাই কিছু ঘটনা ঘটে যাচ্ছে। এসব রোধে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সীমান্ত ঘেঁষে রাস্তা করার পরিকল্পনা করছি। রাস্তা করতে পারলে এগুলো অনেকটাই কমে যাবে। কিন্তু এটা করার মতো আমাদের এখনো সক্ষমতা হয়নি। ভবিষ্যতে আমরা মধ্য আয়ের দেশ হব তখন এসব করা যাবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জাহিদ, ১২ বর্ডার গার্ড সরাইল অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, বিএসএফের ডিআইজি ব্রিজেশ রাম, সিও টি কে মান্ধাতা প্রমুখ।

এর আগে সকালে সরাইলে ১২ বিজিবির কমান্ডার ও সৈনিকদের ব্রিফিংকালে মহাপরিচালক বলেন, ‘সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সীমান্তরক্ষীদের কাজ করতে হবে।’

সর্বশেষ খবর