বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মৃত্যুবার্ষিকী

মৃত্যুবার্ষিকী

প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ছাত্রাবস্থায় তিনি মহান ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’প্রাপ্ত হন। ’৭১ সালের স্বাধীনতা সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহসভাপতি, রংপুর হাই কোর্ট বারের দুবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহসভাপতি ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে মরহুমের কবর প্রাঙ্গণে ও নওগাঁয় গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর