শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কিম ইল সুংয়ের মৃত্যুবার্ষিকীতে আলোচনা

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সুংয়ের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়া গতকাল এক আলোচনা সভার আয়োজন করে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পর্যটন মন্ত্রী রাদেশ খান মেনন। মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়ার যুগ্ম মহাসচিব জামাল উদ্দিন জামালের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি ছিলেন ঢাকার উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হায়েন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়ার চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক শাহ্ আলম, আন্তর্জাতিক জুচে ইনস্টিটিউটের পরিচালক অ্যাডভোকেট গরীব নেওয়াজ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর