রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জোট ছাড়ার সিদ্ধান্ত ছিল সময়োপযোগী

-------- ফয়জুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ২০১৬ সালের ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের ২০-দলীয় জোট ছাড়ার সিদ্ধান্ত ছিল সময়োপযোগী। জোট ত্যাগ করায় ইসলামী ঐক্যজোট ব্যাপকভাবে প্রশংসিত ও নন্দিত হয়েছে। তিনি বলেন, জোটের বাইরে থাকা ইসলামী দলগুলো ছাড়াও অনিবন্ধিত দল ও সংগঠনগুলো নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের চেষ্টা হচ্ছে। ইসলামী ঐক্যজোটের সঙ্গে ২০-দলের বর্তমানে জোটগত কোনো সম্পর্ক নেই। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। মুফতি ফয়জুল্লাহ বলেন, ইসলামী ঐক্যজোট দেশ, জাতি, ইসলাম-মুসলমান ও দলের প্রয়োজনে, দেশের শীর্ষ উলামা-মাশায়েখ, দলের নেতা-কর্মীদের পরামর্শে, সময়ের তাগিদে স্বকীয়তা বজায় রেখে বর্তমানে স্বতন্ত্র অবস্থান নিয়েছে।

মুফতি ফয়জুল্লাহ সাম্প্রতিক সময়ে রাজধানীতে মহামারী আকারে ছড়িয়ে পড়া মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর শাহী দরবারে তওবা করি।

আল্লাহর আজাব থেকে মুক্তি কামনা করি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই এবং চিকুনগুনিয়া আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করি।

সর্বশেষ খবর