শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হজযাত্রীর জন্য বিমানের ৩৪৬টি ফ্লাইট প্রথম ফ্লাইট ২৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক

৬৩ হাজার হজযাত্রীর জন্য এবার ৩৪৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ৪১৯ যাত্রী নিয়ে ২৪ জুলাই জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বিমানের প্রথম হজ ফ্লাইট। বিমান জানিয়েছে, এবার হজ পালন করতে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে আনা-নেওয়া করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গতকাল জানান, ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৫০৯ জন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী মতিউর রহমান উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন।

 একই দিন বেলা ১টা ৫৫ মিনিটে, বিকাল ৭টা ৫৫ মিনিটে ও রাত ৮টা ৪০ মিনিটে বিমানের আরও তিনটি ফ্লাইটে হজযাত্রীদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে এ বছর বিমানের হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

তিনি বলেন, বিমান তাদের নিজেদের বোয়িং ৭৭৭ ও লিজে আনা বোয়িং ৭৭৭-২০০ মডেলসহ ছয়টি উড়োজাহাজে করে হজযাত্রীদের আনা-নেওয়া করবে। এ বছর বুকিং নিশ্চিত করে শিডিউল ঠিক রাখার জন্য বিমান অর্ধেক ভাড়া অগ্রিম নেবে। এবার ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রীদের ইকোনমি ক্লাসে ভাড়া ১৪৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক সাত ঘণ্টা।

দুই মাসে হজযাত্রী আনা-নেওয়ার জন্য বিমানের ৩৪৬টি ফ্লাইটের মধ্যে ২৮৩টি বিশেষ ও ৬৩টি নিয়মিত ফ্লাইট থাকবে। ২৪ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত হজ-পূর্ব ১৭৭টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া হজ-পরবর্তী ১৬৯টি ফ্লাইট চলবে ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।

সর্বশেষ খবর