শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ডিএসসিসির উদ্যোগ চিকুনগুনিয়া রোগীদের জন্য কল সেন্টার

চিকুনগুনিয়া রোগীদের বাড়িতে চিকিত্সাসেবা ও ওষধ পৌঁছাতে ২৪ ঘণ্টার কল সেন্টার চালু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর ফলে আক্রান্ত রোগীরা বিনামূল্যে বাড়িতে বসেই চিকিত্সাসেবা পাবেন। গতকাল মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা প্রদান করা হবে বলে ঘোষণা দেন। ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই কল সেন্টার হতে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিত্সক সেবা দিতে চিকুনগুনিয়ার রোগীর বাসায় পৌঁছে যাবেন।

সর্বশেষ খবর